জলজ এ' জীবন বয়ে চলে আমরণ আঁকাবাঁকা সর্পিল পথে,
উঁচু নিচু বাঁক হয়ে কতনা খাঁড়িপথ গোস্পদ বেয়ে,
সেই সুরুর ঘন্টা বাজা হৃতস্পন্দনের মুহুর্তটি হতে।


বায়বিয় মন আমার দেহের ভিতরে,
তাড়িয়ে নিয়ে চলেছে সে বেহিসেবি বৈশাখি বেগে
চেঙ্গিসের দুর্বার ঘোড়ার পিঠে তুলে অশ্বক্ষুরধ্বনি ।


বাস্পিভুত অমর আত্মাকে আমি দেখি অস্পস্ট অনুভবে,
নশ্বর এই দেহের ভিতর আছে উচ্চাসনে বসে,
মৌন ধ্যনমগ্ন হয়ে সে আমারে দেখে যায় শ্যেনদৃষ্টিতে ।
______________________
অমিতাভ (৩১.১.২০২০ )