জানতে কি চাস তুই?
তুই না আমার এমন একটা তুই,
যাকে নিয়ে স্বপ্ন আমার
কতনা হৈ চৈ।


তোর পাপড়ি কোমল
ওষ্ঠ অধর,কালো হরিণ চোখ,
তোর অভিমান মদালসায়
আমি সদাই যে উন্মুখ।


মন ভেসে যায় সঙ্গোপনে
ভিজতে সুখে তোর উদ্যানে,
তোর উষ্ণতায় শিহরণে
কোমল তনুর আবাহণে,
ডুব দিতে চাই চিরতরে
আমি হারিয়ে সম্বিত।


আমার সুখ, স্বপ্ন, তন্ময়তা
বকুম বকুম তোর চারিধার
খুটে খুটে প্রেম কুড়োনো সবখানেতেই তুই।
মনের মানুষ তুই যে আমার,
আমার এমন একটা তুই।
_______________
অমিতাভ (৯.৬.১৮) বাড়ি সন্ধ্যা ৬-০০