মনের মাধুরী তুমি পল্লবীনি,
নুপুরের ঝংকার টিকলি লাল টিপ,
সুরেলা চুড়ির নিক্কন তুমি বিনোদিনী।
ভোরের বেলা তুমি -আঁধার সরানো সোনারং,
তুমি আলোর রোশনাই।
শিশির ভেজা মুক্তাবিন্দু ঘাসে,
তুমি সুগন্ধ ছড়ানো চাঁপা ফুল।
সুগন্ধ সৌরভে তোমার মগ্ন বিভোর হয়ে
আমি দিশাহারা মাতাল মধুকর,
তোমার আঁচল ছায়ে বসতি আমার ওগো সুরধনি।


পঞ্চশরের মায়াজালে তোমার কুসুমশরে
বন্দী হয়েছি আমি আহত বনমালী!
মিষ্টি সুখে হয়েছি নিমজ্জিত,
তোমার সুগন্ধ মেখে আঙিনায় তোমার।
_____________________
অমিতাভ (৪.৭.২০১৮)