সে যে বড় একরোখা,
সেতো শুধু জানে
পার হয়ে চলে যেতে সমুখের পানে।
মানেনা বারণ সেতো
শোনেনা কথাও কারও
কোনও অনুরোধ, প্রার্থনা, কিংবা হাহাকার।
কেড়ে নেয় শৈশব যৌবন ক্রৌঞ্চমিথুন সুখ,
বড়ই সাবলীল নির্মমতায়।


বেলাশেষে দিয়ে যায়
পুষ্পশোভিত এক অলোক উপহার,
বলিরেখা আর জ্বরার আচ্ছাদনে শোভিত -
এক নিথর দেহ।


কি যে এক রহস্যঘন অজানা কুহক,
বিচিত্র অতিথি সে - অধরা সময় !


_____________________
অমিতাভ (৪.১২.১৮)