দুরন্ত দুর্দিনে ডামাডোলে ঘেঁটে 'ঘ' অধুনা আধুনিক এই মর্তভুমি,
হঠাৎ কেমন যেন কুঁকড়ে গিয়েছে প্রাণ, মরে সে গুমরে কেঁদে কেঁদে ।
কবরীতে শোভেনা আর সুগন্ধী শেফালির মালা,
বলতে পারেনা ওরা আজ কেউ - ঠিক কোথায় যে তার মহা ভয়।
ঘরবন্দী হয়েছে পুরো মানবজাতি ,
কেমন যেন বলির আগে বদ্ধঘরে জড়ো করা ওই পাঁঠাগুলোর মত।


করেই চলেছে সবে বাতুল বাক্যালাপ
অধিকাংশই বকছে শুনি আবোল তাবোল যত ।
আজ কে কাকে দেবে দোষ কেই বা শুনবে জনরোষ?
এ'আঁধারের শেষে উজ্বল হবে কি প্রভাত?
বলছে না কেউ তার মনের কথা - আসলে যে ভীত প্রাণ বাকরুদ্ধ আহত ।
জানেনা অদৃশ্য ওই মহাশত্রু - 'করোনাকে' কেউ,
সে যে কতটাই নিঠুর, কি উদ্ধত এবং কত ভয়াবহ ?


জানি একদিন সেও খান্ত দেবে, হবেই শান্ত পৃথিবী,
জলোচ্ছাস অগ্ন্যুৎপাত সুনামিদের মত,
যেমন ছিনিয়ে নিয়ে ধ্বংশলীলার পর সেও শান্ত হয় -
জলে ভেজা ছাইয়ের স্তুপের নীচে,
যেমন একটু আগেও আগ্রাসী ওই লেলিহান চিতা
সেও শান্ত হয় - নিঃশব্দ শ্মশানভূমিতে।


জানি আমি জানি বন্ধু - পৃথিবী শান্ত হবে,
এও জানি হয়তো বা থাকবোনা আমি , আমাকেও তুলে নেবে তুমি।
তবে পৃথিবী শান্ত হবেই,
থাকবেনা আর ধর্মের ফিচলেমি -
তার ঔদ্ধত্য আর বিভেদের হানাহানি।
বাসবে ভাল মানুষ মানুষকে আবার
নীল আকাশের নিচে - মানব মরুভুমে।


আবার উড়বে প্রজাপতি,
বইবে বাতাস খেলবে হাওয়া সুবুজ ধানের শীষে,
নীল আকাশে উড়বে আবার সোনালী শঙ্খচিল,
লাগিয়ে হাওয়া খোলা পালে ভাসবে সুখে প্রাণ ।


এমন আধারঘন ঝড়ের রাতে তোমার অভিসার,
আশার প্রদীপ জ্বেলে আমি অপার প্রতীক্ষায়।
আবার উঠবে হেসে সুবুজ পৃথিবী,
দলে দলে নর নারী আসবে ছুটে দুয়ার খুলে
আনন্দে নাচিবে ঘিরি ঘিরি,
সাজিয়ে কুন্দফুল কবরীতে নারী, পুষ্পস্তবক হাতে যত উল্লসিত নর।


'করোনা' - তুমি কি অভিশাপ না আশীর্বাদ ?
বন্ধু -ইতিহাসই বলবে তাহা আগামীতে জেনো।
_____________________
অমিতাভ (২৭.৩.২০২০)বাড়ি, রাত ১-৪০


** সুস্থ থাকুন সুস্থ রাখুন, নিজেকে পরিচ্ছন্ন রাখুন।
ঘরের ভিতর থাকুন, অদৃশ্য শত্রু 'করোনা' থেকে বাঁচুন।