সেতো একটি নদীর মত
বয়েই চলে অবিরত,
অজানা অনিশ্চিত সে কোন দিকশূণ্যপুরে ।
পালহীন সে বৈঠা ছাড়া
আলুথালু দুলকিচালে যায় বয়ে সে ভালবাসা -
আপনমনে হাওয়ার সাথে দিশাহারা হয়ে।


সে আমার ভালবাসা
বাউন্ডুলে এক বাউলপনা,
বাঁধনহারা তার ছন্নছাড়া মতি ।
না না  - সে কীর্তিনাশা কর্মনাশা,
কেউ বলে সে সর্বনাশা
সে যে বড় আপন ক্ষেয়ালখুশির!


এলোমেলো ভীষণ ভুলো
রাতনিশীথে বাজির আলো,
হরিণচোখের বিহবলতায়
নীলের ফাঁদে সেযে এক মগ্নমুখরতা।
সব ভুলে সব ছেড়ে দিয়ে
আষ্টেপৃষ্টে জড়িয়ে তারে অনিন্দ সুখ একাত্মতায় - সেযে ভালবাসা।


সে যেন লম্বা চুলে লাল বিনুনি
উতল হাওয়ায় আঁচলখানি,
সেযে আমার মন কেমনের বিহ্বলতায় শীতল আঁচলছায়া ।
রাখে মারে সেই আমারে
বৃষ্টিদিনের জলধারায় -
সেযে আমার নাও ভাসানোর সাথী ।


ঝিঁঝির ডাকে চাঁদের ফাঁকে
নিঝুম বনে ঝাউয়ের দোলায়,
খুঁজি তারে হন্যে হয়ে আমি ।
আহা হা - সেই যে আমার ভালবাসা,
সেতো একটি নদী বহমানা,
সোনামাখা আদূরী এক মায়াবী পাহাড়চূড়া ।
____________________
অমিতাভ শূর (১৪.৬.২০২০)