সুখ ওরে তোর আলোর নিচেই
সিঁদুরে মেঘ বিষবাষ্প ছায়া,
সুখ সুখ সুখ - করেই যত
সুখের খোঁজে বিপথে বওয়া ।


সুখ তুই এমনই নেশা -
হারায় দিশা কে ক'বাঁও জলে ।
দীন ভিখিরি সান্ত্রী মন্ত্রী রাজাকেও তুই
রাখিস যে সুখ চরম ঘোরে !


তোকে যায়না দেখা যায়না মাপা
অদৃশ্য তুই তবুও কেমন !
তোকে নিয়েই জপ তপ ধ্যান
যত বিরোধ লড়াই অন্তর্দহন!


সুখ -ওরে তোকে চেয়ে তোকে ভেবে
তোর আশাতেই বাঁচে জীবন ,
বিহনে তোর দেখনা কেমন
ভরা চাঁদেও লাগে গ্রহণ !
_________________
অমিতাভ (২৪.৮.২০১৯)