খোয়াব দেখি সুখ তো আছে বৈভবের বিলাসে,
পাঁচতারাতে পান্না হিরায় সুরম্য আবাসে ।
ভাবি সুখের বুঝি ছড়াছড়ি লাস্যময়ীর আবাহনে, ভ্রূভঙ্গে শৃঙ্গারে,
কিংবা পানপেয়ালার চলকে পড়া রঙিন মদীরাতে !


ক'জন তারে পায় যে খুঁজে, সুখ যে হাসে বাঁকা চোখে,
কোথায় খুঁজিস তারে ?


সুখ সুখ আর সুখ করে যে খুঁজে মরিস তারে,
সুখ তো আছে সবুজ মাঠে
হাওয়ায় দোলা ধানের ক্ষেতে,
বনপাহাড়ির পাগলা ঝোরায় -
নুপুর পায়ে বয়ে চলা নির্ঝরিনির উচ্ছাসে উল্লাসে ...


সুখ আছে ওই বনতলে ঝাউয়ের বনে পাতার দোলায়
ছুট্টে চলা সাদা মেঘে, শিশির ভেজা ঘাসে।
চন্দ্রপ্রভায় সুখ ছড়িয়ে রাতের নীরবতায়,
রাত নিঝুমে জোনাকিরা সুখের মেলায় আলোর মালা গাঁথে।


সুখ, সে তো ওই দীঘির পাড়ে,
জলফড়িং আর প্রজাপতির কল্মীফুলে নাচন দেখে,
ভরদুপুরে মাছরাঙা ঝুপ, রাখাল বেনু, পানকৌড়ি ডুবে ।
সুখ আছে নীল সমুদ্দুরে,
শুভ্র মুকুট মাথায় পরা উচ্ছসিত ঢেউগুলির ওই -
আছড়ে পড়া অগণিত ফেনীল ফেনায়।
ছড়িয়ে আছে সুখের চাদর শান্ত শুভ্ৰ গিরিশৃঙ্গে তার মৌন শিখরভুমে।


নিরর্থকই খুঁজে মরি পার্থিব সুখের যত বিলাস কুহকে,
আড়ালে দাঁড়িয়ে সুখ হেসেই চলেছে দেখি এমন মতিভ্রমে ।
________________________________
অমিতাভ (১৪.১১.১৯) বাড়ি, ভোর ৬-২৫