পুরুষ তুমি ভাব বুঝি বিশাল আকাশ তুমি, তুমিই সর্বময়
নারী তোমার আজ্ঞাবহ অধিনস্ত - নেহাৎই আশ্রয় !


ঘাম ঝরাও কর্ষণ কর, পুরুষ - তুমি হলধর
সৃষ্টিসুখের মৌতাত নাও, কর পেশির গরব ।


পুরুষ তুমি যে আচ্ছাদন মাত্র কিংবা ঘরের চাল ,
ফলভারে অবনত বৃক্ষ তুমি নও যে কখনও ।


জেনো - তোমার আনন্দে যৌনতায় নারী, বেদনায় সে প্রলেপকারী,
তোমার ক্লান্তিতে সে বটের ছায়া সাফল্যে উচ্ছাস ।


হতাশায় সহযাত্রী , হাহাকারে বুক পাতে, সে তোমার বিপদে অভয় ,
জীবনের উৎস নারী, তোমার উদ্যমে সে দেয় ইন্ধন ।


ভুলোনা ভুলোনা পুরুষ হোয়োনা উদ্ধত তুমি হোয়োনা বাচাল ,
ভুলোনা পাণ করেছিলে তারই অমৃতসুধারস, জন্মনাড়ীটিও তোমার ছিল নারীতেই বাঁধা ।
______________________________
অমিতাভ (২১.৪.২০২০)