মাটি জানে শেকড়টা গেছে কতদূর
নদী ঠিক মেপে নেয় নৌকার ভার,
সময় তো জানে ঠিক দিবারাত কেন
মৃত্যুর মতো ফিরে আসে বারবার!
পাহাড়ের বুকে বাঁধা ঝরণার প্রেম
নদীর মোহনা লেখে সাগরের নাম,
মরুভূমি বোঝে ঠিক ধূ ধূ করা বুকে
ঝরে পড়া এক ফোঁটা বৃষ্টির দাম।
কান্নার পাশে হাঁটে মুখোশের হাসি
গোপনের ব্যথা সব বড্ড নিঝুম!
বিদায়ের বেলা কতো পড়ে হৈ চৈ
বহতা নদীর বুকে নেই কোনো ঘুম।