ঝর ঝর স্বরে ঝরালে হে বারি
আপ্লুত প্রকৃতিময়,
সবুজ বনানী সেঁতসেঁতে  মাটি
শান্ত দিঘি জলময়।
গুরু গড়ু সুরে বিজলী রেখা
চমকিত আলোক রাশি,
ভীত স্তম্ভ বিন্দু কয়েক
মুখে পুলকিত হাসি।
সাঁঝ নিশিতে কোলাহলে  মত্ত
সোনা কুনোর (ব্যাং) দল,
শুন্য গলি নিদ্রার  দেশে
সমগ্রের বিচরণ।
দিঘিতে বিলেতে  কমল রাজ
বিকশিত রঙিন ধরণী,
বুঝিবার আজি অন্ত নাই,
এসেছে বর্ষারানী।