জীবনে আছে অনেক কথা
সবারে তো যায়না বলা,
একজন হলো মনের মানুষ
তারে সব যায় বলা।


ফাগুনের মধু রাতে স্বপ্নের রথে
ভেসে যায় বহুদূর,
অচেনা যে কত পথ লাগে যে চেনা
যায় ভেসে যতদূর।
সুরে সুরে কথা হয় যে বলা,
তবু এমন কিছু কথা থাকে
একজন হলো মনের মানুষ
তারে সব যায় বলা।


মনে আঁকা যার ছবি তাকে ছাড়া
লাগেনা কাউকে ভালো,
কে যেন কাছে এসে চুপি চুপি
দোলা দিয়ে গেলো।
তাকে ছাড়া কাউকে যাবে না যে বলা,
ভালোবাসে এ-মন তাকে
কিভাবে হবে যে বলা,
একজন হলো মনের মানুষ
তারে সব যায় বলা।