"জানি আবার দেখা হবে"
             অমিত কুমার
জানি আবার দেখা হবে,
এ দেখা শেষ দেখা নয় ওগো
তুমি শুধু আমারই রবে
জানি আবার দেখা হবে।


রইবো পথ পানে চেয়ে,
আসো যদি এই পথ বেয়ে।
দুটি আঁখি করে ছলছল,
দুপুর পেরিয়ে হলো যে সকাল।
তবু এই মন বলে,
সব কিছু দোষ ভুলে।
আমায় তুমি ভালোবাসবে,
জানি আবার দেখা হবে।


যেদিন ছিলে তুমি কাছে,
ভেবেছি সব কিছু আছে।
রজনী ফুলে মালা গেঁথে,
গোলাপ দিয়ে ওই হাতে।
কেন তবে এমন হলো
সুখের দিন হারালো।
এ ব্যথার অবসান হবে,
জানি আবার দেখা হবে।