তোমার জন্য ঘর বেঁধেছি
ধূ ধূ  বালুকায়,
সব হারিয়ে বসে আছি
নদীর কিনারায়।
আসবে ফিরে সে একদিন
বেঁচে আছি সেই ভরসায় ।


আমি এখন একা বসে
নেই তো কাছে কেউ,
নিঝুম রাতে গুনছি বসে
কত শত ঢেউ।
পুরোনো স্মৃতি গুলো
অভিমান ভুলে হাতছানি দিয়ে যায়,  
ধূ ধূ বালুকায় ।
তোমার জন্য ঘর বেঁধেছি
ধূ ধূ  বালুকায়,
সব হারিয়ে বসে আছি
নদীর কিনারায়।


মরণ এখন কাছে ডেকে
অভিযোগ করে বলে,
হয়েছে সময় মেঘে মেঘে
গিয়েছে  কি ভুলে।
অপেক্ষা বুঝি হবেনা
আর নেই বেজেছে ঘন্টার বিদায়,
ধূ ধূ বালুকায় ।