তোমাকে দেখে কবি সাধ হয়,
হাতে পেনসিল কাগজ নিয়ে
দূরে কোনো প্রান্তরে গিয়ে
একা আপন মনে তোমায়
ভেবে কবিতা লেখার সাধ হয়।
আমার মধ্যে কবিত্ত ভাব নেই
ঠিকই,কিন্তু তোমায় দেখে
নিশ্চই আসে যাবে।


তোমায় দেখে নীল আকাশ
হতে সাধ হয়,
তুমি রোজ বিকেলে ছাদের
উপর বসে আকাশ যে দেখো!
আমার উপর কত সাদা সাদা বলাকা উড়ে যাবে আর
তুমি মনে মনে কত আনন্দ পাবে।


তোমায় দেখে ছোট্ট নদী হতে
সাধ হয়,
তোমার অঙ্গ তনু আমার ওই
ধ্রুব সাদা জলে নিমজ্জিত করে
একটু আরাম বোধ করতে।
আর মাঝে মাঝে ছলাৎ ছলাৎ
শব্দে একটু সাঁতার দিতে।
বেশিক্ষনের জন্য না হোক
একটু ছুঁতে তো পেতাম।


তোমায় দেখে সবুজ ঘাস হতে
সাধ হয়,
হালকা নরম বিকেলে
বা কোনো ছুটির সকালে
আমার উপর কত
নরম ভাবে বসে থাকতে,
আর তোমার নরম হাত খানি
বুলিয়ে দিতে আমার
সবুজ গালিচার গায়ে।
লজ্জায় লাল হয়ে যেত আমার
সারা শরীর তোমার ছোয়ায়।


তোমায় দেখে প্রজাপতি হতে
সাধ হয়,
তোমার সাজানো রঙিন ফুলের
বাগান দিয়ে হেঁটে হেঁটে মিষ্টি
ঘ্রাণ নেবে তোমার ওই ছোট্ট
নাসরন্ধে,ঠিক তখনই রঙিন পাখনা
দুটি মেলে উড়ে গিয়ে বসবো
তোমার ওই নরম হাতে।