আচ্ছা!আমি যদি তোকে উড়ন্ত পাখি হতে বলি,
তুই পারবি!
ওই নীল আকাশের বুকে
ভেসে ভেসে এদিক থেকে ওদিক
যেতে- তুই কি পারবি!


তোকে যদি বৃষ্টি হতে বলি
তুই কি পারবি!
হাজার তাপের মাঝে
টিপ টিপ টুপটাপ করে
মাটি ভিজিয়ে একটু শীতল
বাতাস বইয়ে দিতে-
তুই কি পারবি!


তোকে যদি পক্ষীরাজ ঘোড়া হতে
বলি
তুই কি পারবি!
রোজ বিকেল বেলায় তোর পিঠে
চাপিয়ে আমায় উড়িয়ে নিয়ে যেতে-
তুই কি পারবি!


আবার আমি যদি তোকে
ময়ূর হতে বলি
তুই কি পারবি!
তোর ওই রঙীন পাখা মেলে
আমায় মেঘ বর্ষণ দিনে
নাচ দেখাতে-
তুই কি পারবি!


আচ্ছা!ওই কদম গাছটায় বসা
কালো কোকিল টা হতে
তুই কি পারবি!
রোজ ভোরে আমায় মিষ্টি
সুরে কু হু কু হু গান শুনিয়ে
আমার ঘুম ভাঙাতে-
তুই কি পারবি!
আমার বিশ্বাস তুই-ই পারবি,
আমার ভালো থাকা টা যে-
"তোর হাতেই লেখা"