স্বপ্ন গুলো সব ছিন্ন ভিন্ন
অতীতে তাকালে হই বিষন্ন,
চোখেতে আজি অশ্রু ধারা
মন যে এখন মিত্র হারা।


জগতে এখন উল্টো ধারা
ছল- কপটের বাড়ছে সারা,
মগজাস্ত্রে পড়েছে জঙ
পরিজনেরা করছে ঢঙ।


রিক্ত মনের সিক্ত কোনে
অঙ্কুরিত সেই বীজটি শোনে,
বলছে মন তোদেরই জন্যে
চিন্তাধারা আজ হোয়েছে ক্ষুণ্ণ।


ঘুরতে থাকা রথের চাকা
থমকে যাবে হয়ে যে বাঁকা,
প্রকৃতি মেতেছে আপন সাজে
মন যে নতুন স্বপ্ন দেখে।।