ভাইরা আমার বড্ডো ব্যাস্ত এই ব্যস্ততার জীবনে,
বুকভরা এই দুঃখ তবে সহিব কেমনে?
রৌদ্র-ঝড়ে ছিলো সাথী তারা,
জমিয়ে বসে সেই আড্ডামারা।
ধূসর আকাশ বৃষ্টিতে সাজে ,
বন্ধু আমার ফুটবলে মজে।
একটা সিঙ্গারা অসমান ভাগ করা,
এক প্লেট চাউ তাতে হুড়মুড়িয়ে পরা।
রাত্রে বন্ধুর মদিররারা নেশায় অশ্রবিন্দু ঝরতো,
যখন তার নেশার ঘোরে প্রাক্তনকে মনে পড়তো।
রাতভর তাকে বুঝিয়ে হাপিয়ে পরা,
তারপর এক ঝটকায় সকাল হয়ে যাওয়া।
এখনোতো সেই রাত্রি মনে পরে ,
কিন্তু তাদেরও কি সেই রাত্রি মনে পরে?