মরছে মরুক তাতে কি?
ওরাতো মজুর,স্বপ্ন ওদের হয় নাকি!
উড়ো জাহাজের স্বপ্ন দেখিয়ে,
মাটিতে এনে ফেলেছো আজ।
মানুষ তোমায় বিশ্বাস করে,
চলে গেছিলো সেই সুদূরে।
আজ যখন সে ফিরতে চায়
নিজের পরিবার কে ছুঁতে চায়,
তুমি তখনও বলছো মিছে,
ছুরি মারলে তাদের পিঠে।
যারা তোমাকে বসিয়েছিল,
রাজার মুকুট মাথায় দিলো।
তুমি তাদের ছলছো আজো,
মিথ্যে প্রতিশ্রুতির অন্তজালে।
মন্ত্রী মশাই, এইভাবে যে করছো রাজ
ভুল বুঝিয়ে পাতছো ফাঁদ।
এই ব্যাবসা কদিন চলবে?
মানুষ একদিন সবটা বুঝবে।
সেইদিনটার অপেক্ষায় থাকি
যেদিন মানুষ বিদ্রোহী হবে,
মুখোশ তোমার খুলে দেবে।।