বন্ধু মানে বেঁচে থাকার পরিভাষা,
অকারণে কিছু অট্টহাসির সাক্ষ্য প্রমাণ হয়েথাকা।
বন্ধু মানে ক্লাস রুমে বসে কাটা - কুটি খেলা ,
তুমুল বৃষ্টিতে একসঙ্গে পা মিলিয়ে ছুটে চলা।
বন্ধু মানে ক্যান্টিনে বসে সুখটান
অথবা দূরত্ব বাড়লেও থেকে যাওয়া এক অদ্ভুত টান।
বন্ধু মানে এক কাপ চা আর সাথে আড্ডা,
না ভালো থাকার মধ্যেও ঠাট্টা।
বন্ধু মানে একটুকরো খাবার নিয়ে কাড়াকাড়ি,
বন্ধু মানে জমে থাকা কান্নার মাঝেও হাসি,
বন্ধু মানে স্নীকধ কাপাস তুলো।
বন্ধুর হয়না কোনো লিঙ্গ,ধর্ম,বর্ণ,জাত;
'বন্ধু ' একটা নিরেট শব্দ ,
যাকে ভাঙা বড়ই শক্ত।।