এই দু:খ নদীর তীরে সুখের দেখা নাই,
এই সমতলের ভিরে পাহাড়ের দেখা নাই।
হেঁটে চলেছি কোন সুদুরে জলের দেখা নাই,
চিন্তার এই সাগরে শান্তির দেখা নাই।
রাত জাগা এই কালোতে আলোর দেখা নাই,
বেকারত্তের এই জালে কাজের দেখা নাই।
রক্তাক্ত এ শরীরে প্রানের দেখা নাই,
এই ভবসাগরের পারে মাঝির দেখা নাই।
এই সম্পর্কের ভিরে ভালবাসার দেখা নাই,
সন্ধিতে এই বন্দি জগতে তেনার দেখা নাই।।