অনেকদিন পর আবার একটা লেখা সেই পাওয়া - নাপাওয়া, জীবন - মৃত্যুর নিয়ে। এই সৃষ্টির সবথেকে বড় পাওনা যদি জীবন হয়, তেমনি সবথেকে বড় বঞ্চনা হল মৃত্যু। কিন্তু যেখানে দর্শন আছে, আধ্যাত্মিকতা আছে সেখানে ব্যাপারটা উল্টো। তাই রবি ঠাকুরের কথায়, সুখের বাঁধন আলগা, দুঃখের বাঁধন অনন্ত - নাহি ভয়, নাহি সংশয়। আবার স্বামীজী বলতেন, "Pray for Struggle"। সেইখান থেকে একটা ছোট উপস্থাপনের চেষ্টা!!


হারিয়েছি পথ যদি, আমি সুখের টানে,
ঘরে ফেরাও তুমি, আমায় বঞ্চিত করে!
ধাই যদি দশদিকে, বাসনার-আগুনে,
তারে নেভাও তুমি, আমায় বঞ্চিত করে!


শুনিনাই যদি মহা-মিলনের গান, ক্ষনিকের তরে আমি কুলে ধাবমান,
কৃপা-তুফান তুমি আনো হে প্রিয়, চুরমার করে এই দেহ-মন-প্রান!


মিলায়ে যাব আমি নীল সাগরের পাড়, আকাশের বুকে নেব মহাশুন্যে-স্থান,
রইবেনা আর চিহ্ন আমার, কর হে নিঠুর এমন আঘাত প্রদান!


ধুলায় মেশায় যদি সন্মান-বোধ, কোনও মোহের বশে,
যদি কাটা যায় লজ্জায় মাথা, কোনও অযোগ্যের বলে,
যোগ্য করে দিও হে-বন্ধু তুমি, আমায় বঞ্চিত করে!


হে কৃপা-নিঠুর, প্রানবন্ধু আমার,
রক্ষা কর তুমি, আমায় বঞ্চিত করে!!