তুমি তোমার মত আসবে বলে, আমি আমায় ভুলেছি,
তোমার বেশে সাজবো এবার, আশাতে বুক বেধেঁছি,
আমি আমায় ভুলেছি!


তোমার সাথি হব বলে, আমি একলা হয়েছি,
সকল আমার আপনারে, আমি পর করেছি,
পৃথিবীর সব টান ছেড়ে, আমি নিঃস্ব হয়েছি,
তোমার চোখে আমার চন্দ্র-সূর্য দেখেছি,
আমি জীবন পেয়েছি!


তোমার জানালা বেয়ে, আমি বৃষ্টি হয়েছি,
তোমার নগ্ন হাতের ছোঁয়ায়, আমি হাওয়ায় মিলেছি,
বজ্র-ধ্বনি বুকে আমার, আমি শুন্যে ধেয়েছি,
তোমার কালো চুলে, আমি মরণ পেয়েছি,
আমি মেঘের-কালি মেখেছি!


ফুলে-ফুলে গন্ধ ঢেলে, আমি রঙিন হয়েছি,
প্রেমিকের ঐ অঙ্গ বেয়ে, নব-বধু সেজেছি,
সাঁঝের পুস্করিণী হয়ে, তোমার আলতা-রাঙা চরণ ছুঁয়েছি,
তোমার হাতের রেখায়, আমার ভাগ্য এঁকেছি,
আমি মুক্তি চেয়েছি!


তোমার বেশে সাজবো এবার, আশাতে বুক বেধেঁছি,
আমি আমায় ভুলেছি, আমি আমায় ভুলেছি!!