অর্থ আমারে করেছে খুশি, আমি অর্থের গান গাই,
ভালোবাসা! সেত হাসির কথা, আমি শুধু হাসি তাই।
অর্থের বলে আমি বিশ্ব ঘুরি, আমি দেখি অর্থের রুপ,
সন্ধ্যা-আরতি, আজানের গান, ভুলেছি হারানোর সুখ।
দুই শালিকে আর করেনা ঝগড়া, আমার বাড়ির ছাদে,
কখন আসে, কখন যে যায়, আমার হাসির ফাঁকে।
দমকা এই হাসির চোটে, নীরবতার বানী গুমরে কাঁদে,
মুগ্ধতা আর আসে না ফিরে, আমার এই হাসির মাঝে।
ও মেয়ে তোর আঁচল দেখে, মনে পড়ে না আর মায়ের কথা,
সোনা-রুপা দিয়ে তাই, এবার তোর মুর্তি গড়া।
ঐ মুর্তির অহং মেখে, আমি জ্বালাই তোকে, আর নিজেও আমি জ্বলি।
ও মেয়ে তোর রুপের অহং, হায়রে! কারে আমি বলি।
প্রেমের কথা যতই বলি, ইন্দ্রীয় ভোগে ততই মাতি,
ভালোবাসা, তারে হাটে কিনি, আর আমি শুধু হাসি।


অর্থ আমারে করেছে খুশি, আমি অর্থের গান গাই,
ভালোবাসা! সেত হাসির কথা, আমি শুধু হাসি তাই।