কাঞ্চিপুরাম "সিটি অফ থাউজেন্ড টেম্পলস", কিন্তু একটাও এখনকার সময়ে তৈরী না, সবগুলোই প্রাচীন দ্রাবিড় সভ্যতার সময়কার। 'অথিভারাধার' এখানকার এক প্রাচীন উৎসব, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে। যেটা চল্লিশ ￰বছরে একবার হয়, আর তার ভিড় জমাতে সুদূর আমেরিকা থেকে ￰শুরু করে 'প্রেসিডেন্ট কোবিন্দ' সবাই চলে আসে। সেই ভিড়ের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে লেখা একটা ছোট কবিতা  'আমি তারে দেখিনা'!


আমি মন্দির দেখি, মসজিদ দেখি,
                          আমি তারে দেখিনা!
আমি হেথায়-সেথায় ঘুরে বেড়াই ,
                          মনের খবর রাখিনা!


আমি রাত্রি দেখি, চাঁদ দেখি, দেখি তারার মেলা ,
                      আলো-আঁধারের মিলন দেখিনা!
আমি ফুল দেখি, ফুলের বাগান দেখি,
                       আমি মালী চিনিনা!


আমি চেয়ে চেয়ে জগৎ দেখি, দেখি জগৎের কারবার,
                     কারিগরের নাম জানিনা!
আমি মন্দির দেখি, মসজিদ দেখি,
                          আমি তারে দেখিনা!!