কিসের লাগি একলা তুমি,
একলা আপনহারা,
আপনহারা হয়ে তুমি,
তুমি আপন-মনের রাজা।


কিসের লাগি হাওয়ায় ভাসো,
শুন্যে বাঁধো ঘর,
কিসের লাগি মন যমুনায়,
ওঠে এমন ঝড়।


কিসের লাগি বাজাও বাঁশি,
এমন আঁধার রাতে,
কাল যে সখি এসেছিল,
যমুনারই ঘাটে।


কিসের লাগি হাসো তুমি,
নয়ন জলে ভাসে,
কিসের লাগি মন যে তোমার,
পাগল হয়ে নাচে।


কিসের লাগি ফকির তুমি,
তুমি সর্বহারা,
সর্বহারা হয়ে তুমি,
সবার মনের রাজা,
তুমি ফকির-রাজা।