যেমনি খোলা দ্বার, সহস্র জোনাকির অভিসার,
স্বাধীনতারে বুকে নিয়ে, শুধু মরিবার!
দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তারে খুঁজে নাই পায়!


দেখল সে চোখ মেলে, সেই অসীম আকাশ,
তারি বুকে লেখা কত, কত ইতিহাস।
তারি বুকে লেখা কত, কত মহা-মানুষের নাম,
তারি সাথে ভেসে গেল, কত স্বাধীনতার দাম।
ভেসে গেল কত রক্ত, কত কান্না, কত কত হাহাকার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাশ ভরল সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দেখল সে হাজার মিছিল, হাজার মিটিং, কত প্রতিবাদের ঝড়,
তারি সাথে উড়ে গেল, কত! কত মানুষের ঘর।
উড়ল আকাশ জুড়ে, কত বিজয় পতাকা,
তারি সাথে কাটা গেল, কত মানুষের মাথা।
কাটা গেল কত বিবেক, কত মনুষত্ব্য, আজও আছে ব্যাথা তার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাশ ভরল সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দেখল সে চোখ মেলে, কত পদ্মমুখি চোখ,
তারি মাঝে লেগে থাকা, সেই পদ্মকাটাঁর শোক্।
উড়িয়ে তার আঁচলখানি, সে দেবি দশভূজা,
তারি সাথে লুন্ঠিত, তারি নারীর সত্তা।
লুন্ঠিত কত লজ্জা, কত সজ্জা, কত কত অলংকার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাশ ভরল সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তারে খুঁজে নাই পায়!
তারে সে কোথায় খোঁজে, কোথায় সে পায়,
মনে মনে ভাবে তাই, সে বুঝি অসহায়।
মনে মনে ভাবে সে, নাই সে নাই,
বৃথা এই খুঁজে চলা, কোনও লাভ নাই।
দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!!


হাজার পথ শেষে, এবার বন্ধ সে দ্বার,
স্বাধিনতারে বুকে নিয়ে, শুধু মরিবার!
যেমনি বন্ধ দ্বার, সহস্র জোনাকির অভিসার,
খুঁজে পেল, খুঁজে পেল, তারি সেই অলংকার।
বুকের মাঝে এতদিন, ছিল যে তার,
তাকে নিয়ে এইবার, শুধু মরিবার!
তারে সে ডাকে শুধু, আয় কাছে আয়,
বুকের মাঝে তবু, কেনও দুরে সরে যায়!
তারে সে পাবে, তাই সে তারি কাছে যায়,
নিজতার কোন বলে, তবু ঢাকা থেকে যায়।
নিজতার কোন জালে, সে দুরে সরে যায়,
নিজতার কোন বাঁধন, সে বাঁধা থেকে যায়।


যেমনি ভাঁঙা দ্বার, সহস্র জোনাকির অভিসার,
একদিন-একদিন, ছাড়াবে সে তার সকল পাড়।
আকাশ তখন ভরবে আবার, সেই আলোর ধারায়,
জীবন-মৃত্যুর কোনও খেলাই, বাকি রবে না আর।
মনের মাঝে নিজের-পরের, ছিঁড়বে সকল তার,
ছোট-বড়, উঁচু-নিচু, সব হবে একাকার।
সব তারা নিভবে, সব পাখি উড়বে, বাতাশ ভরবে সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, সবই তার বুকের মাঝেই হায়!
সব তার ছিঁড়বে, সব বাঁধ খুলবে, হারাবে সে তার, নিজের অসীমতায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, স্বাধীনতা তার বুকের মাঝেই হায়!!!


*****************************************************


FREEDOM


The moment the door opens, the chaos of a million fireflies;
freedom in the heart, and the time to die.
Day passes, so does night, time goes on;
All the seven heavens,  alas, found nothing at all.


He opened his eyes to a sea of skies,
writ upon his chest, all of those histories,
Writ upon his chest, all those great lives,
Washed away with it were so many liberties,
washed away by the blood, the tears and so many cries,
long roads taken, yet a longer journey lies.
All stars went out, all birds flew away, the southern breeze was called,
All the seven heavens, alas, but still found nothing at all.


Thousands of meetings, thousands of rallies, storms of protests,
All of which blew away millions of nests.
victory flags flooded the skies,
dragged away with it were so many lives.
Dragged away humanity, dragged away  morality, pain never dies,
Long roads taken, yet a longer journey lies.
All stars went out, all birds flew away, the southern breeze was called,
All the seven heavens, alas, but still found nothing at all.


Those doe-shaped eyes that caught his sight,
That couldn’t hide their grief with all their might,
Blowing her sari’s peal, she is Devi Dashabhuja,
Looted away with it were everything in a paranoia,
Looted away beauty, looted away charms, greed never dies,
Long roads taken, yet a longer journey lies.
All stars went out, all birds flew away, the southern breeze was called,
All the seven heavens, alas, but still found nothing at all.



Day passes, so does night, time goes on;
All the seven heavens,  alas, found nothing at all.
Where he looks for it, and where is it found,
He tells himself, that he is nothing at all.
He tells himself, it doesn’t exist at all.
Worthless this journey, with no gains at all.
Day passes, so does night, time goes on;
All the seven heavens,  alas, found nothing at all.


The door is shut,  after thousands of  miles,
freedom in the heart, and the time to die.
The moment the door closes, the chaos of a million fireflies
Stumbled upon and found the riches for which they did fly.
Deep in the soul, it used to lie
freedom in the heart, and now is the time to die.
He calls it out, to come closer and closer,
Deep in the soul, why the distance becomes longer.
He will find it, and so he goes to find it,
The deception of his own selfness helps to hide it.
The delusion of his own selfness , makes the distance longer
The bondage of his own selfness holds it tighter.


The moment the door breaks, the chaos of a million fireflies;
one day, some day, will cross all limits high,
And the sky will be lit with all of its lights,
And nothing will remain of the game of deaths and lives
Deep in the soul, of mine and yours, all strings break loose,
High and low, rich and poor, shall be in the same muse.
All stars will go out, all birds will fly away, the southern breeze will be called,
All the seven heavens, alas, everything in his heart is all
All strings will break loose, all dams will break open, the infinite will be called,
All the seven heavens, alas, freedom in his heart is all.