আজ ঘরে ফেরার আনন্দ,
ডাকছে পাহাড়, ডাকছে নদী,
ডাকছে রে নীল দিগন্ত,
আজ ঘরে ফেরার আনন্দ।


পাহাড় যেন কার হাতের ইশারা, নদী যেন কার চোখের ধারা,
যাই ধেয়ে যাই গগনমাঝে,
ডাকছে চন্দ্র-সূর্য,
আজ ঘরে ফেরার আনন্দ।


ঈশাণী মেঘ আজ মেলছে ডানা, হারিয়ে যেতে তার নেইকো মানা,
হারাই আমি আপণ মনে - আপণ ঘরে,
আমার সময় অফুরন্ত,
আজ ঘরে ফেরার আনন্দ।


সকল কাজের এই ছুটির বেলা, আপণ মনে আমি সাজাব খেলা,
সৃষ্টির হাতে হাতটি রেখে,
প্রলয়ের সাথে হবে নৃত্য,
আজ ঘরে ফেরার আনন্দ!
আমার আজ ঘরে ফেরার আনন্দ!!