মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান্,
কেমনে বুঝি মুসলমান্, তুমিও এ মাটির সন্তান!
কেমনে বুঝি হিন্দু, গোহত্যা মাতৃহত্যা সমান!
কেমনে পাই বন্ধু, আমি ইহার সমাধান,
মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান্।


কেমনে নজরুলে গায়, ঐ কালো মেয়ের গান!
কেমনে রামকৃষ্ণে কাঁদে, শুনে আল্লাহ-রসুল নাম!
কেমনে বুঝি আমি, ঈশা-মুসা-কৃষ্ণ-কালি সবই সমান!
কেমনে পাই বন্ধু, আমি ইহার সমাধান,
মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান্।


কেমনে বুঝি বন্ধু, তোমার ঐ রাম-নাম,
বলেনাতো সে কভু, কোনও স্বর্গের সন্ধান!
সন্ধ্যা নামিলে যদি ধর, তুমি আজানের গান,
সেতো কেবল শুদ্ধো করে, এই দেহ-মন-প্রাণ!
কেমনে পাই আমি, আমার মনের সমাধান,
মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান্।