যেওনা তুমি সাগর পাড়ে, হাওয়া তোমায় দেবে ছুঁয়ে,
চেয়োনা তুমি আকাশ পানে, তারা সকল পড়বে খসে,
কাজল তুমি দিওনা চোখে, ঢাকবে ভুবন কালো মেঘে,
খুলোনা তুমি চুলের বাঁধন, বৃষ্টি হবে মুসলধারে!


বোলোনা কথা কারো-সাথে, সব কোলাহোল ফুরায় যাবে,
হেসোনা তুমি রাঙা মুখে, সাঁঝের বাতি নিভে যাবে,
ছবি কারো এঁকোনা মনে, লক্ষ প্রেমিক প্রান হারাবে,
বন্ধ রেখো সিংহ-দুয়ার, নইলে সময় থমকে যাবে!


ঢেলোনা আর গন্ধ তুমি, কাননের ফুল শুকায়ে যাবে,
গেওনা তুমি ভুলেও গান, পাখিদের খেলা বন্ধ হবে,
লুকায়ে রাখো মায়া তোমার, প্রলয় যদি আসে ধেয়ে,
শুরু যদি হয় নৃত্য তাহার, সৃষ্টির হাতে-হাতটি রেখে!


যেওনা তুমি সাগর পাড়ে, হাওয়া তোমায় দেবে ছুঁয়ে,
চেয়োনা তুমি আকাশ পানে, তারা সকল পড়বে খসে!!