কোন রুপে দেখা দিলে, হে সুন্দর তুমি মোরে,
আর কিছু নাহি দেখি, আমি এই ভুবনে!
দিকে দিকে বাঁশি বাজে, ফুলের সুবাস চারিধারে,
ব্যাথা যত প্রানে মম, ধায় সবি তারি পানে!
কোন রুপে দেখা দিলে, হে সুন্দর তুমি মোরে!


চন্দ্র সূর্য তারা সমে, ঢালিছে কিরণ তব সম্মুখে,
সাজায়েছে তব বরণমালা, কাননের যত পুস্প সবে,
পলক আঁখির নাহি লাগে, হৃদয়ে মম পুলক জাগে,
গর্ব যত আছে মম, চরণে তব মরে লাজে!


কোন রুপে দেখা দিলে, হে সুন্দর তুমি মোরে!