দেখেছিলাম আমি আকাশজুড়ে,
এক জলন্ত লালচে-বাদামী মুখ,
সূর্যের ন্যায় আগুন মেখে!
হিমালয়ের বুক হতে সহস্র পথ ঘুরে,
যে ধারা মিলিয়ে যায় কোনও অতল গভীরে!
সে তেমনি ডেকেছিল আমায় কোনও সত্যের আভাসে,
নিশিরাতে বিজলীর ন্যায় এক মুহূর্ত শান্তি দিবার-তরে!
এক মুহূর্ত কথা বলিবারে!!


সে বলেছিল কথা,
হয়তো কোনও মানুষীর রুপের অহংকারে,
কোনও প্রশ্নের উত্তরে!
ভাঙেনি সে ভূমধ্যসাগরীয় দেওয়াল,
গ্রহ-উপগ্রহের মাঝে গড়ে ওঠা কোনও,
মহাকর্ষীয়-শিকল।
ভেঙেছে ঘুম ক্লান্ত-নীল-শরীরে, এক বিন্দু শিশির-ঘামে,
এক পশলা বৃষ্টি নামিবারে!!