পথ যখন চলে কোনো গন্ত্যব্যের দিকে,
পথিকের ক্লান্তি-ই যথেষ্ট অতিথিয়তার জন্যে।
মনে-মনে কথা হবে যদি লেখা থাকে কোনো ভালবাসার পত্রে,
নীরবতাই শ্রেয় জেনও উপলব্ধির জন্যে।
চাঁদ সবাই পায়না সংসারে, জীবনের শর্তে,
প্রদীপের কালি-ই যথেষ্ট মরনের তরে।


যদি অঙ্গ না ভরে কোনো ভূষণ ভারে,
যদি লাজে না রাঙে মুখ নব বধু সাজে,
যদি বাঁশি না বাজে কোনো বিদায়ের কালে,
চোখের জলই উপহার প্রিয়, এই প্রান লোটাবারে।
চাঁদ সবাই পায়না সংসারে, জীবনের শর্তে,
প্রদীপের কালি-ই যথেষ্ট মুক্তির তরে।