ঘাটে বেঁধোনা আমায়,
পাড়ে ডেকোনা আমায়,
মাঝ-দরিয়ায় ঢেউ উঠেছে,
তোমরা ফিরে তাকাও।


সকল বেলা গেল মিশে,
সময় এবার গেল ভেসে,
আলসেমিরে ডাক দিল কে,
তোমরা ফিরে তাকাও।


আকাশ ঘিরে মেঘ করেছে,
চাঁদের হাসি তার-ই পিছে,
আলো-আঁধারের ভাব জমেছে,
তোমরা ফিরে তাকাও।


যে দেশের নাম না-জানা, নেই সীমানা,
সেই দেশেতেই সব ঠিকানা,
আসা-যাওয়ার আর নেই রে মানা,
তোমরা ফিরে তাকাও।