তোর নামেরই ভরসা রাখি, দিলাম খুলে মুঠি,
বন্ধ ঘরে বসে আমি, বিশ্ব ঘুরে আসি,
বাহির হতে ভিতর আসি, দুর হতে কাছি,
তোর নামেরই কলঙ্ক হবে, আর যদি না ফিরি।


তোর নামেরই ভরসা রাখি, শুন্যে পা রাখি,
মাটির টানে স্বপ্ন দেখি, নয়ন জলে ভাসি,
ভাসি আমি প্রানসাগরে, কূলের খবর ছাড়ি,
তোর নামেরই কলঙ্ক হবে, আর যদি না ফিরি।


তোর নামেরই ভরসা রাখি, ঘর ছাড়িলাম আমি,
তোর নামেরই কলঙ্ক হবে, আর যদি না ফিরি।