ভিজে গেছে মাথা এই বর্ষায়
হাতে কোনো ছাতা নেই
আর চোখ ভেসে গেছে
সামান্য বৃষ্টিতে ••
বৃষ্টি যে বড় কথা নয়
তবে , ঘটে গেল স্নেহের দুর্জয় ।


মুখঢাকা দিনগুলি
যখন হিংস্র হয়ে ওঠে ,
সাধারণ কিছু অসাধারণ হয়
আর লাঠি হয়ে যায়-- বন্দুক
সেই বন্দুকের হাত জনমনে আসতেই,
দূরে সকল মাটি পাহাড় ভেদ করে--
নারীর টানের আওয়াজটা যে যায় শোনা
আরে একটু দাঁড়া ডাকছে এখন ঝড়ের মা।


সঙ্গিনী কাছেই রয়েছে ,
সেই গান্ধী ছবির ছাপানো কাগজে
আর 'ওই যে বিশ্বের সবচেয়ে বড় টান' --
আছে শুধু মনে মনে,
সে-ই বোঝে দুঃখের বেদনা
পাশে থাকে চিরদিন,  সত্যিই এ পৃথিবীর মা।


অমিত রায় ।