বৃষ্টিভেজা এই শান্ত রাতে,
ঘুৃম নেই আমার চোখে!
পাখিরা ভুলে গেছে আজ গাইতে!
তুমি শোনাবে একটি কবিতা?


আজ দেখা নেই রাতজাগা তারাদের।
হয়তো গভীর অসুখ তাদের!
নীল আকাশের অগণিত তারাদের মতো,
উজ্জ্বল হয়ে হাসবে তুমি?


জোনাকিরা আজ দেয়নি দেখা
অজস্র জোনাকির বেশে
আমার মনের আকাশে
জোৎস্না নিয়ে আসবে তুমি?


নির্জন রাতে শূন্যতা এ হৃদয় মাঝে!
ঝিরিঝিরি হিমেল বাতাস হয়ে,
আমার মনের জানালায় এসে
শূন্যতা পূরণ করে দেবে তুমি?


এই তুমি কি শুনছো?
কিছু বলছি তোমাকে!
আমার কান্নার জলগুলো বৃষ্টি হয়ে ঝরছে,
ছুঁয়ে দেখবে একটু?