ক্ষতবিক্ষত হয়েছে পৃথিবী,
এক অদৃশ্য জীবানু হানায়!
দিশেহারা হয়ে পড়েছে মানুষ
মনে দিবানিশি মৃত্যুভয়!


পৃথিবীটা আজ বড্ড অচেনা,
হারিয়েছে চেনা ছন্দ!
আতঙ্কে মানুষ গৃহবন্দী,
রুটি রুজি সব বন্ধ!


মৃত্যুমিছিল বেড়েই চলেছে,
থামার নেইকো আভাস।
ধনী বা গরীব কেউ জানে না,
কখন কাকে করবে গ্রাস!


মানুষ নিজেকে মানুষ ভাবেনি,
করেছে অনেক অধর্ম।
প্রকৃতি এবার বুঝিয়ে দিচ্ছে
বেঁচে থাকার মর্ম!


যে যার মতো প্রার্থনা করে,
দুঃসময় কেটে যাক।
পৃথিবী আবার ছন্দে ফিরুক
ভালোবাসা টিকে থাক।


হার না মানা মানুষ একদিন,
বিজয়ী হবেই হবে।
সবুজ গাছের পাতা আবার,
ঝলমলিয়ে হাসবে।