সেই হঠাৎ করে তোমাকে পাওয়া।
অতীতের কিছু পিছুটান তোমাকে আপন করে নিতে চাইনি প্রথম প্রথম।
নিজের অজান্তেই অতীত ভুলিয়ে তুমি আপন হলে।
তখন মনে হতো এই তো সেই তুমি!
তোমার হাত ধরেই আমার নতুন জগৎ দেখা শুরু।
আমার কত শত স্মৃতি তোমাকে নিয়ে।
ভিড়ে, বাসে, কলেজে বা সিনেমায়।
পূরবীর মোড়ে রাস্তায় দাড়িয়ে চা-এর চুমুকে!
মনে পড়ে তোমার?
রঙীন আলোয় তোমার শোভা আজও অনুভব করি।
তবে তুমি রেগে গিয়ে মাথা গরম করলে খুব কষ্ট হতো।
তবুও তোমাকে ছেড়ে পালিয়ে যেতাম না।
তোমার কোমল হৃদয়বাস্প যখন বর্ষা হয়ে নামতো,
আমার জমে থাকা সব কষ্ট এক নিমেষে চলে যেতো।
এক হাটু জমা জলে আমি হাটতাম তোমার সাথে।
বড়ই এলোমেলো ছিলে তুমি!
হয়তো তোমার বুকেও ছিল অনেক চাপা অভিমান!
আজ অনেক বছর গেছে পেরিয়ে।
তুমি এখন আমার থেকে অনেক দূরে!
হয়তো ভুলেই গেছো সবকিছু!
তবে ভিড়ের মধ্যে এখনো আমি তোমাকেই খুঁজি।
স্মৃতির পাতাগুলো চোখের সামনে এখনো ভেসে ওঠে বারবার।
বারবার তোমার কাছে ছুটে যেতে চাই মন।
এরই নাম কি ভালোবাসা?
হয়তো সত্যিই তাই!
তিলোত্তমা কোলকাতা, আজও আমি তোমাকে খুব ভালোবাসি।
ভেবেছিলাম তোমার সারা জীবনের সঙ্গী হবো।
কিন্তু হতে পারিনি!
তবুও তুমি আমি আছি একই আকাশের নীচে।
ভালো থেকো আমার কোলকাতা।