কি রে দীনু, যাবি?
আমি রোজ রাতে যেখানে যাই-
সেখানে যাবি?
লাশের মগজ খুবলে খাবি?
তালতলাতে আম কুড়িয়ে
কার বউ নিয়ে পালাবি?


ওরে বলদা, যাবি?
লুঙ্গি পরে সরিষা ক্ষেতে
বুলবুলি কি খুঁজতে যাবি?
পেট পচেছে বাংলা খেয়ে,
বিলেতি মদ আনব। খাবি?


মাথার তার ছিঁড়ে গেলে
নাচবি শোকে হিসু পেলে
মদনমোহন ঢোল বাজালে
স্বর্গসুখ কোথায় পাবি?


দীনু, যাবি?
ডুবসাঁতারে উড়োজাহাজ
বায়োস্কোপ দেখতে যাবি?
মাঝ পুকুরে শ্যাওলা জলে
গন্ধভরা ময়লা খাবি?


নাহ থাক। প্যাঁচাল বহুত হল,
ওরে ভদ্দরলোকের ছানা।
তুই বরং সেলাই শেখ-
খাতা কলম চুলোয় যাক।
ধেড়ে ইঁদুর ভাজব আজ
আলু পটল তোলা থাক।


বাবা দীননাথ সর্দার,
গোঁফের রেখা যায় নি দেখা-
তাতে কী?
পুরুষ হওয়া দরকার।


অশ্লীলতা ছড়িয়ে পড়ুক,
যে যার খুশি খিস্তি বলুক।
বয়স কি আর বোঝা যায়?
মরা গাঙে বান ডেকেছে,
হা হা হা......
সবই ক্ষ্যাপা কবির দায়।