একটি শহর ছিল বড় হওয়ার সাক্ষী
আরেকটি শহর দেখেছে অশ্রাব্য মৌনতা।
পাঁচিলের ইট সমস্ত শব্দ শুষে নিয়েছে
নির্মমতাকে হারিয়ে দিয়েছে নীল নিরবতা।


চশমার কাচ বাষ্প জমে ঘোলা হয়ে থাকে
লোমকূপ আজ অসাড়, শিরায় নেই শিহরণ-
প্রলুব্ধ লুব্ধক প্রক্ষালক হয়ে কেন বাঁচবে?
মরে যাক উচ্চিংড়ে, থেমে যাক ভাষণ।


সামাজিক পাতায় ওড়ে সাজানো জঞ্জাল
মানুষ চায় মুক্তি, ইতিহাস খোঁজে জীবাশ্ম।
রন্ধ্রে রন্ধ্রে লজ্জা পায় দোতলার দ্বিচারিতা
বলি হয় অযাচিত কত অশ্বমেধের অশ্ব!