মরা শীতে
লেখিকার আঙুল লেপ্টে যায়।
বরই পাতার উল্টো পিঠে
চিবুক ঘষতে থাকে
৬৬ গ্রাম ওজনের টুনটুনি।
কাগজের দেওয়ালে শাপলা ফুল
আর আমার দাঁতের ফাঁকে চুইংগাম-
খালি পায়ে সরুগলি চষে বেড়ানো
এই গলি আমার অনেকদিনের চেনা।


কমলা আকাশে
ফ্যাকাসে কাটা ঘুড়ি-
দৈত্যরা এককালে মানুষ ছিল,
তারাও ছাদে কাপড় শুকাত।
বারবার ঘুরে ফিরি সেই গলি
এই গলি আমার অনেকদিনের চেনা।


মুখোশ মানুষ
শার্টের বোতাম যদি ছিঁড়ে যায়-
তবে হারমোনিয়াম আর জার্মেনিয়াম
সব এক হয়ে যায়।
তোমার শক্ত নাকফুল
ভাবনারা সব ধুলো হয়ে উড়ে যায়।
এই গলি আমার অনেকদিনের চেনা


টিফিনবক্স, আশি বছরের বুড়ো,
হাট্টিমা টিম টিম- প্রদীপের টিমটিম
সব আমার চেনা। কেননা
এই গলি আমার অনেকদিনের চেনা।