পরিধি
০৫/০৩/২০১৯


রোজ একবার করে
ওই ডাইনীর জাঁতাকলে
পিষে যাই।
গুঁড়ো হই,
আমি রোজ মরি-
ঝামা ঘষি শুয়ে ঘরে।
অধিকারের রোলারকোস্টার
ছিঁড়েকুঁড়ে ফেলে
গোপন সমাবেশ।
কোথাও শান্তি নেই
ডাইনীর কেউ নেই,
তাই আমি বোতল বন্দী।
হলদে বৃত্তের দেশ
সমান্তরাল বহমান,
তিরিক্ষি মেজাজ-
তার হাতে আমার
নিষিদ্ধ জগতের চাবি।
পাকস্থলী ফুটো করে দেয়
ডাইনীর আওয়াজ।
অশ্রাব্য গালাগালি আর
উচ্চবিত্ত দাবি।
আমি রোজ মরি,
ঘুম উবে গেছে
ঘাসে ডিগবাজি খাই।
মগজ ছিদ্র করে ফেলে
ডাইনীর সর্বগ্রাসী ভালোবাসা।
ফেরার পথ ভুলে গেছি
তাই শহরতলী জুড়ে
ইচ্ছে পোড়াই।