সব সুর হারিয়ে গেছে
ভাসমান কবিদের আর্তনাদ-
ন্যাড়া রোদ্দুরে ডানা ঝাপটায়।
রাতের হাইওয়েতে
এক রিকশাওয়ালার টুংটাং;
চাঁদ আজ লজ্জাবতী
ছায়ামানবের ছায়া পড়ে
নিষিদ্ধপল্লীর জানালায়।
ঘাসফুলেরা নিষ্পাপ!
ঈশানকোণ থেকে মৃদু হাওয়া
বইলে- রংমশাল
ছায়াবাজি দেখে না।
বৈভবের হাতছানির গ্লানিতে
অনুভবের অনুরাগ গান গায়।
স্বার্থসিদ্ধ অপ্সরা
ব্যাকরণের বিপ্রকর্ষে চিড়েচ্যাপ্টা-
কোনো পিছুটান তাদের
আজ আটকায় না
তরুলতার আলস্য আর
বালিহাঁসদের আবেদন
আটকে যায় ঘড়ির কাঁটায়,
আধোঘুমে দেখা দুঃস্বপ্নে
বিপ্লবের রং বর্ণহীন।
বেহালার কান্নায় জড়ানো
চিরচেনা সেই কণ্ঠস্বর-
শহরে কুয়াশা নামে আর
ছেলেভোলানো ছড়াগুলো
নষ্ট শরীরে উপহাস রেখে যায়।