ও মাপেনি আমার জলের গভীর তল
ঘোলায় দেখেছে কাঁদার পরত,
দেখো শ্যাওলায় জমেছে আলগা দরদ।
ও দেখেনি আমার মত্ত উন্মাদনা
বলেছে বেকার হাতে বেমানান বর্ম,
বিশ্বাসের কোমর ভেঙে,উচিয়েছে অর্থ-কর্ম
ও তো বোঝেনি প্রেমের অর্ন্ততত্ত
সংজ্ঞা নিয়ে যুক্তি খেলেছে,
কাঁটা কম্পাস কেন্দ্র করে ধৃষ্টতা মেপেছে।
ও জানেনি ভালবাসার জন্মলগ্ন
রাশিচক্র গুনে সেজেছে সত্যেন,
চোখে সাগরের জল নয়,বরং রেখেছে সফেন।