শোবার ঘরে নীলচে আলো
রাত্রী জুড়ে রক্ত গেলে মশা,


এক কানেতে তোমার চুমুক
অন্য কান লেগে আছে ঠসা।


এপাশ ওপাশ সটান শুয়ে
বিছানা জুড়ে লাল পিঁপড়ের দল,


উরুর উপর রগ ভেসেছে
বৃষ্টি ছাড়াই কাঁথার উপর জল।


তুমি থাকো দশে। উপর তলায়
আর আমি গ্রাউন্ড ফ্লোর,


হাতের মুঠোয় আস্ত তুমি
টের–ই পাইনি!হয়ে এলো ভোর।


হঠাৎ বেজে উঠল কলিংবেল
দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি,


ওমা এ যে বাড়ীওয়ালা।সুনন্দ্যা
তুমি আসোনি।জীবনটাই মেকি।


মইরা গ্যাছে—এটাই লাষ্ট কোপ
সুনন্দ্যা বেশ হয়েছে জবরদস্ত,


একি! এ যে বৃহৎ প্রেম রামায়ণ
এক মাথার বিপরীতে গজায় ফের রাবণের মস্তক।