জীবনে করি যা বিধির বিধাতা
হিসাব করিয়া ফল দেন মোরে ,
এ নয় হঠাৎ অজানা বিপাক
জীবনাকাশে স্বপ্নমাখা ভোরে।
প্রবৃত্তির খেয়ালে অকাজ কু কাজ
কতনা করি নিশিদিন  ;
ভুলে যাই করিয়া কর্ম সব
ভাবি আগামীতে আসিছে সুদিন।
কিন্তু বিধির বিধান কর্মফল
হয়ে না নাশ- না যায় বিফল
ছায়ার মতো পিছে পিছে ফেরে
মরিলেও যায়না জন্মজন্মান্তরে;
অবশেষে পূর্ণ হয়ে  কালে
অদৃষ্ট দেখা দেয় মানুষের ভালে।