শুরুতে যায় না বোঝা
কতনা করি ভুল ,
বোঝার আগেই সবাই
দেই তার মাসুল।
জীবনে করি কত ভুল
কত দেই মাসুল-
ঠিক বুঝিনা কোনটা সঠিক
কোনটা করেছি ভুল।
নির্ভুল হতে চেষ্টা করি
তার জন্যে কত খাটি ,
একটা ভুলের গেরোয়
সব হয়ে যায় মাটি ।
যদি পারো বলতে কেউ
কোথায় সেই মূল ,
বুঝে নিয়ে করলে কাজ
হবেনা কোনো ভুল ?
জীবনের বিড়ম্বনা যত
দুঃখ বিপদের মূল,
খুঁজতে গেলেই দেখি যেন-
কোনো ভুলের মাসুল।