নিশিদিন রাখি তারে  দুই নয়ন মাঝারে  
                 এত যারে  ভালোবাসি                  
মোর শয়নে জাগরনে   স্মরিয়া যাহারে মনে  
                 ওঠে  সুখ আনন্দ হাসি।
তবু কেন সে যে হায়  আরো কারে পেতে চায়
                 আমারে তবু চায়না ;
সেও যারে ভালোবাসে  নিশিজাগে যার আশে
               আঁখিজল বাধা পায়না  ;
দিবানিশি নিষ্ফল সেও ফেলে আঁখি জল
             বৃথা আরো কারো তরে ;
মিছে আশে বয়ে যায়  জীবন যৌবন হায়
             মেলেনা সুখ অবনী পরে ।
জানিনা ধরায় হায়  কে কাহারে পেতে চায়
            আঁখি জল ভরে নয়নে ;
কার লাগি মন উন্মনা   কারে করে  ছলনা
            ছলনাময় মায়ার ভুবনে।