তুমি সুন্দর নও কখনো ভাবিনা মনে
অপরুপ প্রিয় তুমি আকাশের শশী-
তোমার জ্যোস্নার তুলনা নাই ভুবনে
তবুও কপালের কলঙ্ক যেন নিয়তির হাসি।
পাত্র ভরা গোদুগ্ধ অতি স্বাস্থ প্রদ
একবিন্দু গোচনা সব মাটি করে দেয়-
সারা জীবনের অর্জিত সম্মান সম্ভ্রম
একটি মাত্র ভুলেই ধুলাতে লুটায় ।
শতগুণ রইলেও কেউ শুনতে নাহি চায়
একটি মাত্র কলঙ্ক যদি কেউ রটে দেয়
শত পরপোকার সব মিছে হয়ে যায়-
খুদ্র অন্যায় যদি কেউ দেখে নেয়।
অর্থ গেলে ফিরে আসে কঠিন প্রয়াসে
নারী গেলে ও কখনো ফিরে আসে-
কিন্তু একটি ভুলে যদি যায় মান সম্মান
জীবনে পাবেনা আর ফিরে সেই স্থান।